আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

“চাই-সম্প্রীতির নগর চট্টগ্রাম ” কুঁড়েঘরের মিটুল দাশ গুপ্ত

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের অধিন কোতোয়ালি, পাথরঘাটা ওয়ার্ড এলাকায় দ্ধাদশ জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগের সময় চট্টগ্রাম ৯ নং আসনের ন্যাপের “কুঁড়েঘর ” প্রতীকের প্রার্থী মিটুল দাশ গুপ্ত বলেন “চাই-সম্প্রীতির নগর চট্টগ্রাম” আর দূর্ণীতি মুক্ত এলাকা ও একটা অসাম্প্রদায়িক দেশ বিনির্মানে ‘৭২ সংবিধান পূণবাস্তবায়ন।

 

পরিকল্পিত নগরী সহ সুস্থ সাস্কৃতিকময় এলাকা গড়তে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী অন্যতম দল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের প্রতীক “কুঁড়েঘর” মার্কায় ভোট প্রদান করে তাকে নির্বাচিত করার জন্য অত্র আসনের সকল সম্মানিত ভোটারদের প্রতি বিনীত আহবান জানান।

 

২৩ ডিসেম্বর গণসংযোগের সময় আরো উপস্থিত ছিলেন ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক অজিত দাশ, ন্যাপের সুভাষ আইচ, চকবাজার থানা ন্যাপের সভাপতি সাইফুদ্দিন খালেদ ফারুক, ন্যাপ নেতা উত্তম দাশ গুপ্ত, সাংস্কৃতিক সংগঠক বনবিহারী দে, মোঃ রোকন উদ্দীন, সংস্কৃত কর্মী সবুজ চৌধুরী রকি, নিলয় দে, জয় আচার্য, জয় দেওয়ানজি, ছাত্র সমিতির চট্টগ্রামের আহবায়ক নয়ন ধর, স্বরুপ দে, মোঃ সাকিব খন্দকার সৌরেন দাশ গুপ্ত, মোঃ রহিম প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ