আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চলমান অবরোধ চট্টগ্রমে বিএনপির দুই নেতা গ্রেপ্তার, যুবদল সভাপতির বাসায় তল্লাশি

স্টাফ রিপোর্টার : চলমান অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাছাড়া চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর বাসায় পুলিশি অভিযান চালানো হলেও তাকে পায়নি।

 

(২৪ ডিসেম্বর) রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিৃবৃতিতে এ তথ্য জানিয়েছেন নগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী।

 

বিবৃতিতে, সরকার পতনের একদফা দাবি ও ৭ জানুয়ারীর নির্বাচন বর্জনে বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী সকাল-সন্ধ্যা অবরোধে বিএনপির নেতাকর্মীরা নগর ও জেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বলেও জানানো হয়।

 

এর আগে, অবরোধের সমর্থনে শনিবার রাতে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের নেতৃত্বে নগরের একে খান মোড় ও ইস্পাহানি রেল গেইট এলাকায় মহানগর যুবদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ মশাল মিছিল ও সড়ক অবরোধ করে।

 

নগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, অবরোধকে কেন্দ্র করে বিএনপির ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ এসকান্দরকে চান্দগাঁও থানা ও পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. মিন্টুকে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ।

বিবৃতিতে আরও জানান, ৭ জানুয়ারির আসন ভাগাভাগির একতরফা ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে দোকানদার, ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। শনিবার রাতে মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর আকবর শাহ রেলওয়ে কলোনির বাসায় তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে আকবর শাহ থানা পুলিশ অভিযান চালিয়েছে। তখন তিনি বাসায় ছিলেন না। দিপ্তীর বাসায় পুলিশী তল্লাশির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ