
সাতকানিয়া সংবাদদাতা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনের সাতকানিয়া উপজেলায় এক যুবক নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় জরিমানা গুনলেন ২০ হাজার টাকা।
অভিযুক্ত মাঈনুল হাসান(২৪) কে এই অর্থদণ্ড প্রদান করেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এন.এন. জামিউল হিকমা।
জানা যায়, গত ২০ ডিসেম্বর বুধবার উপজেলার চরতি ইউনিয়নের তুলাতুলি তালগাঁও এলাকার নছরুল কবিরের ছেলে অভিযুক্ত মাঈনুল হাসান (২৪) তার ফেইসবুক একাউন্টে একটি মৃত ঈগল পাখির ছবি পোস্ট করে ক্যাপশন দেন- “ঈগল পাখিটির জন্য কষ্ট হচ্ছে”। বিষয়টি সতন্ত্র প্রার্থী (ঈগল) মার্কার প্রার্থীর অভিযোগে তাকে ডেকে সতর্ক করে এবং ফেসবুক পোস্ট ডিলেট করেন। এরপর আবারও সেই যুবক ২১শে ডিসেম্বর ফেইসবুক একাউন্ট থেকে পুনরায় লাইভে এসে নির্বাচনে প্রতিদ্ন্দ্বীতাকারী প্রার্থীদের প্রতি উষ্কানিমূলক এবং নির্বাচনী আচরণ বিধিমালার বিষয়ে অগ্রহণযোগ্য বক্তব্য প্রচার করায় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটানিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস।