আজ : রবিবার ║ ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ║১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ║ ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

সাতকানিয়ায় গুলিবিদ্ধের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ

সাতকানিয়ায় শিশুসহ দুজন গুলিবিদ্ধের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে খাগড়াছড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে বিষয়টি (২৬ এপ্রিল) বুধবার বিকেলে সাংবাদিকদের জানানো হয়।

গ্রেপ্তার ৩ আসামি হলেন-আরিফুল ইসলাম মানিক, ডালিম ওরফে আব্দুর রহিম ও মো. মিজান। এদের মধ্যে প্রধান আসামি আরিফুল ইসলাম মানিকের বিরুদ্ধে হত্যাসহ ৮টি মামলা, আব্দুর রহিমের বিরুদ্ধে ১০টি ও মিজানের বিরুদ্ধে হত্যাসহ ৭টি মামলা রয়েছে।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ সাংবাদিকদের বলেন, শিশুসহ দুজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ও মামলার পরিপ্রেক্ষিতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

রোববার উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডাঙ্গা গ্রামের মদিনানগর এলাকায় গুলিবিদ্ধ হন স্থানীয় এস এম কামরুল ইসলাম (৫২) ও শিশু মো. রাফি (৫)। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এখনো শঙ্কামুক্ত নয়। এ ঘটনায় গত সোমবার ৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এতে এক নম্বর আসামি করা হয় উপজেলার আরিফুল ইসলাম মানিক ওরফে টোকাই মানিককে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ