
সাতকানিয়ায় শিশুসহ দুজন গুলিবিদ্ধের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে খাগড়াছড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে বিষয়টি (২৬ এপ্রিল) বুধবার বিকেলে সাংবাদিকদের জানানো হয়।
গ্রেপ্তার ৩ আসামি হলেন-আরিফুল ইসলাম মানিক, ডালিম ওরফে আব্দুর রহিম ও মো. মিজান। এদের মধ্যে প্রধান আসামি আরিফুল ইসলাম মানিকের বিরুদ্ধে হত্যাসহ ৮টি মামলা, আব্দুর রহিমের বিরুদ্ধে ১০টি ও মিজানের বিরুদ্ধে হত্যাসহ ৭টি মামলা রয়েছে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ সাংবাদিকদের বলেন, শিশুসহ দুজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ও মামলার পরিপ্রেক্ষিতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।
রোববার উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডাঙ্গা গ্রামের মদিনানগর এলাকায় গুলিবিদ্ধ হন স্থানীয় এস এম কামরুল ইসলাম (৫২) ও শিশু মো. রাফি (৫)। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এখনো শঙ্কামুক্ত নয়। এ ঘটনায় গত সোমবার ৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এতে এক নম্বর আসামি করা হয় উপজেলার আরিফুল ইসলাম মানিক ওরফে টোকাই মানিককে