
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি : বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীর করলিয়ামুড়া সোহেল রানার রাবার বাগান নামক স্থান থেকে নিজ বাড়িতে ফেরার পথে মোহাম্মদ আলম (৫০) নামের ওই কৃষকের মৃত্যু হয়।
দুপুরে তাঁর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন নিজ বাড়িতে নিয়ে আসে।নিহত মোহাম্মদ আলম (৫০) বাইশারীর উত্তর করলিয়া মুড়া ৪ নং ওয়ার্ডের মৃত কবির আহমদের ছেলে।
নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে বাইশারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, বুধবার ভোরে নিহত ব্যক্তি উলুফুল (ঝাঁড়ু) সংগ্রহ করতে ঘটনাস্থলে গিয়েছিলেন। ফেরার পথে একটি বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে সে মারা যায়। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে।
Post Views: ৫০