
রাঙামাটি প্রতিনিধি : দিনে দুপুরে রাঙামাটিতে একটি কাঠ বোঝাই গাড়িতে অতর্কিত গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। বুধবার (২৫ জানুয়ারী) সকাল ১১টায় রাঙামাটি শহরের অদুরে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের দেপ্পাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
কোতয়ালী থানার ওসি আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১১টার দিকে রাঙামাটি থেকে একটি কাঠ বোঝাই ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে দেপ্পোছড়ি এলাকায় পৌছালপ একদল উপজাতীয় সন্ত্রাসী ট্রাকটিকে লক্ষ্য করে ৮/১০ রাউন্ড গুলি ছুঁড়ে। এতে ট্রাকটির আংশিক কিছু ক্ষতি হলেও চালক এবং কাঠ পরিবহনের একজন লোক অক্ষত থাকে। পরে আইন শৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাওন ফরিদ জানান, সন্ত্রাসীরা চাঁদার দাবিতে আতংক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়েছে।
এদিকে ঘটনার পর দেপ্পাছড়ি ও আশেপাশের পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের ধরতে পুলিশ ও সেনা বাহিনী যৌথ অভিযান চালাচ্ছে বলে আইন শৃঙ্খলা বাহিনীর একটি সুত্র জানায়।


















