আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে মফিজুর রহমান’র নিজস্ব তহবিল থেকে বস্ত্র বিতরন

চন্দনাইশ প্রতিনিধি:
হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর চন্দনাইশস্থ বরমা ইউনিয়ন মধ্যম বাইনজুরী সনাতনী পল্লী মঙ্গল দূর্গাবাড়ী প্রাঙ্গণে পূজামন্ডপের সভাপতি মধুসুদন দত্তের সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মফিজুর রহমানের নিজস্ব তহবিল থেকে দুর্গাপূজা উপলক্ষে বরমা ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের প্রতি উপহারস্বরূপ বস্ত্র বিতরনী করা হয়। উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ ভাই। এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মানিত আহ্বায়ক সেলিম হোসেন, দক্ষিণ জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক পরিমল দেব। এতে আরও উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সদস্য ইমরান হোসেন বাহাদুর, শফিকুল ইসলাম মিন্টু, অসিম ভট্টাচার্য বরকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহেদুল ওসমান নেচার, বরমা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার কামাল লিটন, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান ফখরু, বরমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সুমন ও সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন খাঁন রিপন, বরমা ইউনিয়ন পূজা উদ্যাপন কমিটির সভাপতি মৃণাল কান্তি ধর মিঠু, সাধারণ সম্পাদক টিংকু ধর সহ স্বেচ্ছাসসেবক লীগের বিভিন্ন ইউনিয়ন ও থানা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মফিজুর রহমান বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এদেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ ও খ্রিস্টান সকলের দেশ। মুক্তিযুদ্ধে সকলের সমান অংশগ্রহণে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশকে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ