চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশের বরমা ডিগ্রি কলেজে নবনির্মিত আইসিটি ভবন উদ্বোধন ও মা (অভিভাবক) সমাবেশ ১৩ অক্টোবর শনিবার সম্পন্ন হয়েছে। তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ২ কোটি ৬০লক্ষ টাকা ব্যয়ে নির্মিত চারতলা বিশিষ্ট আইসিটি ভবনটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং বরমা ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরী এমপি। অধ্যক্ষ আবুল মনছুর মোহাম্মদ হাবীব’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ আলহাজ্ব ফরিদুল আলম কুতুবী। বিশেষ অতিথি ছিলেন কলেজ জিবির সাবেক সদস্য ও বরমা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, কলেজ জিবির সদস্য লায়ন এডভোকেট আবু তাহের খান, শহিদুল আজম কাজমী সাহেদ, মাহমুদ বিন কাসেম, ড. বিপ্লব গাঙ্গুলী, শাহাদাত হোসেন জসিম, ডা. মৃনাল কান্তি ধর, মাওলানা আবুল ফয়েজ, লাইফ ডোনার অলি আহমদ সওদাগর, আওয়ামীলীগ নেতা শ্রী বলরাম চক্রবর্তী, মোহাম্মদ হারুন সওদাগরও উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা যুবলীগের সেক্রেটারি ওসমান আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক রতন কুমার দাশ, অধ্যাপক তাজুল ইসলাম, মা অভিভাবক সৈয়দা রিকু আক্তার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এতে সাংসদ নজরুল ইসলাম বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব। সর্বাধিক গুরুত্ব দিয়ে শিক্ষা সহায়ক বহু কর্মসুচি বাস্তবায়ন করছে। বছরের প্রথম দিনে বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিচ্ছে। নারীশিক্ষাকে অগ্রাধিকার দিয়ে উপবৃত্তি প্রদান করছে। গরীবদের বিনাবেতনে পড়ার সুযোগ। কোটি কোটি টাকার একাডেমিক ভবন নির্মাণ। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানসমুহে কম্পিউটার ল্যাব স্থাপন। শিক্ষাকে মানসম্মত করতে অনেক কর্মসুচী বাস্তবায়ন করছে। মা সমাবেশে আগত মা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সরকার সহযোগিতা করছে, আপনারা নিজ দায়িত্ব পালন করে আপনাদের সন্তানদের মানব সম্পদ বানান। শিক্ষা ছাড়াও সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছে এ সরকার। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে আবারও নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপিকা সালমা আহসান, অধ্যাপক আবুল মনসুর ও রূপন কুমার নাথ।