মোস্তফা হায়দার
মাত্র কয়েকঘন্টা শেষে দেখতে চাইবো
পাতাঝরাদের চিৎকার
শরতের নির্লিপ্ত সামিয়ানার নিচে
ঝিঁঝি পোকার বেতাল কান্ডরা করবে হৈ চৈ!
তোমাদের মশকরা আর হলি উল্লাসে
কতো ইস্রাফিলরা আজ পঙ্গুত্বের শিকার!
পঙ্গপালের মতো ফেরআাউনের প্রস্রাবে
আচার খাওয়া উত্তরসুরিও বটে
ভোগের। নৃত্য করতে করতে
নিজের রক্তের সাথেও করেছো বেঈমানি!
তিমির পেটে বসবাস করে অনেক জাত করেছো নষ্ট!
নষ্টহাতে কেরি করেছো মিথ্যার মতো বিষের পেয়ালা।
কেউ না বুঝলেও হরি বাবুরা ঠিকই বুঝে
গতর খাইট্টা খাওয়া ছাড়া গত্যস্তর নেই
তরী বাইয়্যা জলের সীতা কাটন লাগবই
স্যাটেলাইট বারান্দায় আমি ও তারা নপংসুক!
ভু গোল খোলা আছে বোতামহীনভাবে
বয়ামের মুখ চিকন হতে চলেছে
ঘাতকরা জড়ো হবে কেড়ে নিতে
ছলনাকারীরা ভেঙ্গে দেবে প্রতিশোধের বিধ্বস্তদেয়াল!
আবার ঘুমের মতো সত্যেরা কিলবিল করে
কেড়ে নিবে অনাদায়ী প্রবৃদ্ধির জিডিপি
আমার ইচ্ছেরা মাত্রই ঘন্টা বাজাবে নিশ্চিস্তে
পলায়ন ঘোড়ারা দৃশ্যাড়ালে
পাগলা হাতির চষা খেয়ে বুঝে নিবে মিথ্যার ওজন!
লেখক- মোস্তফা হায়দার, চট্টগ্রাম।