আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

আলীকদমে জাতীয় শিক্ষক দিবস পালিত

আলীকদম(বান্দরবান) সংবাদদাতা : “শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু করি” এই প্রতিপাদ্যর আলোকে আলীকদম উপজেলায় জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ২.০০ ঘটিকায় জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। উপজেলা পরিষদ হল রুমে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির আলীকদম শাখার সাধারণ সম্পাদক আলী হায়দার এর সঞ্চলনায় শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম।

শিক্ষক দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম ফারুক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য দুংড়িমং মার্মা,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমর রঞ্জন বড়ুয়া আলীকদম সদর ইউয়নিয় পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন।

এই ছাড়াও উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাব্বির হোসেন খাঁন,মো আলমগীর সহকারি ইন্সট্রাক্টর U R C, সুমন তালুকদার সিঃ শিক্ষক আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়,মোঃ সেলিমুল ইসলাম সভাপতি মাধ্যমিক শিক্ষক সমিতি আলীকদম উপজেলা,পঙ্কজ ইন্দু চৌধুরী প্রধান শিক্ষক চন্দ্র মোহন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাইনুসাং মার্মা সহকারি শিক্ষক আলীকদম আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আলীকদম উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দ।

বক্তরা বলেন বর্তমান সরকারের ভিশন ৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে শিক্ষককে অগ্রণী ভুমিকা পালন করতে আহবান করেন।শিক্ষক হচ্ছে মানুষগড়ার কারিগর আলোর বর্ত্তিকা আলোকিত মানুষগড়ার পথপ্রদর্শক।
কারন শিক্ষা ছাড়া কোন দেশ জাতি এগিয়ে যাতে পারেনা আগামী বিশ্ব হবে বিজ্ঞানভিত্তিক তাই প্রিয় বাংলাদেশ কে বিশ্ব সম্প্রাদাযের কাছে নিয়ে যেতে হলে শিক্ষার কোন বিকল্প নাই।উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের অগ্রগতি ভুমিকা রাখতে সরকারের পাশাপাশি শিক্ষক সমাজ নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গিকার করেন। জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আলীকদম উপজেলায় সরকারি, বেসরকারি,মাদ্রাসা মাধ্যমিক ও প্রাথমিক প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগন উপস্থিত ছিলেন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ