নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন জনাব সোহেল রায়হান রাশেদ। তিনি বর্তমানে থানা শিক্ষা অফিস, পাহাড়তলী চট্টগ্রামে কর্মরত। তিনি বোয়ালখালী উপজেলার ধোরলা গ্রামের মরহুম ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইদ্রিছ মিয়া ও জেবুন নাহার বেগমের ৩য় সন্তান । কোতোয়ালী ও চান্দগাঁও থানা শিক্ষা অফিসে কর্মরত থাকাকালীন সময়েও তিনি পেশাগত কর্মদক্ষতার স্বাক্ষর রেখেছেন। বর্তমান কর্মস্থল ও পূর্ববর্তী কর্মস্থলসমূহে বিদ্যালয়ভিত্তিক কার্যকরী উদ্ভাবনী ধারণার সফল প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে ঝরে পড়া রোধ, স্লিপ পরিকল্পনার সফল বাস্তবায়ন ও নিশ্চিতকরণসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
“জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ বিভাগীয় কমিটি”র সভাপতি চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন ও সদস্য সচিব প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম এর উপপরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে যাচাই-বাছাই কমিটি বিভিন্ন ক্যাটাগরিতে বিভাগের শ্রেষ্ঠ হিসেবে প্রাথমিক শিক্ষায় কর্মরত ও প্রাথমিক শিক্ষার সাথে সম্পৃক্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৭ অক্টোবর ২০২২ তারিখে স্বাক্ষরিত পত্রের মাধ্যমে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর জন্য নির্বাচিত করেছেন। প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ণে ভূমিকা, ঝরে পড়া রোধ, ভর্তি ,উপস্থিতি বৃদ্ধি, ব্যক্তিগত অর্থায়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রমে স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্তকরণসহ নানাবিধ কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রতিবছর এ পদকে ভূষিত করা হয়।