আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সোহেল রায়হান রাশেদ চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন জনাব সোহেল রায়হান রাশেদ। তিনি বর্তমানে থানা শিক্ষা অফিস, পাহাড়তলী চট্টগ্রামে কর্মরত। তিনি বোয়ালখালী উপজেলার ধোরলা গ্রামের মরহুম ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইদ্রিছ মিয়া ও জেবুন নাহার বেগমের ৩য় সন্তান । কোতোয়ালী ও চান্দগাঁও থানা শিক্ষা অফিসে কর্মরত থাকাকালীন সময়েও তিনি পেশাগত কর্মদক্ষতার স্বাক্ষর রেখেছেন। বর্তমান কর্মস্থল ও পূর্ববর্তী কর্মস্থলসমূহে বিদ্যালয়ভিত্তিক কার্যকরী উদ্ভাবনী ধারণার সফল প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে ঝরে পড়া রোধ, স্লিপ পরিকল্পনার সফল বাস্তবায়ন ও নিশ্চিতকরণসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

“জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ বিভাগীয় কমিটি”র সভাপতি চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন ও সদস্য সচিব প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম এর উপপরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে যাচাই-বাছাই কমিটি বিভিন্ন ক্যাটাগরিতে বিভাগের শ্রেষ্ঠ হিসেবে প্রাথমিক শিক্ষায় কর্মরত ও প্রাথমিক শিক্ষার সাথে সম্পৃক্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৭ অক্টোবর ২০২২ তারিখে স্বাক্ষরিত পত্রের মাধ্যমে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর জন্য নির্বাচিত করেছেন। প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ণে ভূমিকা, ঝরে পড়া রোধ, ভর্তি ,উপস্থিতি বৃদ্ধি, ব্যক্তিগত অর্থায়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রমে স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্তকরণসহ নানাবিধ কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রতিবছর এ পদকে ভূষিত করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ