
কাউখালী সংবাদদাতা : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ইউনিয়নের মাচালং বাজার এলাকায় চাঁদাবাজি ৩ লাখ টাকাসহ যৌথবাহিনীর অভিযানে এক ইউপিডিএফ কর্মীকে আটক করেছে। আটককৃত ব্যক্তি প্রসিত দলের কালেক্টর রুপিন ওরফে রবিন চাকমা (২৬)। অভিযানকাল একটি প্লাটিনা মোটর সাইকেল, চাঁদা আদায়ের রশিদ বই, মোবাইল ফোন, নগদ তিন লক্ষ টাকা সহ ও একটি দাড়ালো ছুরি উদ্ধার করা হয়। আটক রবিন চাকমা জারুলছড়ি গ্রামের ইন্দ্রবান চাকমার ছেলে।
২২ অক্টোবর শনিবার দুপুর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাচালং বাজার এলাকায় যৌথবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে বিকেল ৫ ঘটিকায় আটক মালামাল সহ সাজেক থানায় হস্তান্তর করা হয়।
এদিকে, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত রুপিন ওরফে রবিন চাকমা ইউপিডিএফ প্রসিত দলের একজন সক্রিয় সদস্য ও এলাকায় কালেক্টর বলে স্বীকার করেছে। আটককৃত রবিনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
আটককৃত রবিন চাকমার ব্যাপারে তাৎক্ষণিক এক বিবৃতিতে ইউপিডিএফ সাজেক ইউনিয়নের সমন্বয়ক আর্জেন্ট চাকমা বলেন, রবিন চাকমার সাথে ইউপিডিএফের কোন অবস্থায় দলীয় সম্পর্ক নেই। মুলত সে একজন এলাকার ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক বলে জানান।