
হাটহাজারী সংবাদদাতা : চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী পৌর এলাকার মীরের হাট বাজারে বাইক ও প্রাইভেট কারের মুখোমুখী সংঘর্ষে মিন্টু কান্তি নাথ নামে একজন মারা গেছে। বাইক চালক মোহাম্মদ কামাল আহত হয়েছেন।
৭ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটে এ ঘটনা। স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে দিকে মিরেরহাট সংলগ্ন এলাকায় বাইক ও প্রাইভেট কারের মুখোমুখী সংঘর্ষ হলে বাইকটি খাদে পড়ে যায়।
এ সময় বাইক আরোহী একজন মারা গেলেও চালককে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে ভর্তি করা হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
পড়েছেনঃ ২১৫