
থানচি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবান থানচিতে পুলিশ তত্ত্বাবধানে প্রাকৃতিক মনোরম পরিবেশে পুলিশের অর্থায়নে নির্মিত থানা সংলগ্ন হাইল্যান্ডার্স পার্ক এন্ড রিসোর্ট শুভ উদ্ভোধন করা হয়েছে।
রবিবার ২৫ সেপ্টেম্বর দুপুরে থানচি থানা আয়োজনে থানা সংলগ্ন হাইল্যান্ডার্স পার্ক এন্ড রিসোর্ট শুভ উদ্ভোধন করেন, বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজির আহমেদ বিপিএম (বার)।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, সদর দপ্তর রেঞ্জের ডিআইজি মাহাবুব রহমান, বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল মনসূর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ। থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত উদ্ভোধনী পরবর্তী সাংবাদিকদের উদ্দেশে ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ (আইজিপি) ড. বেনজির আহমেদ বলেন, আধুনিক প্লাট ফর্মে নির্মিত হাইল্যান্ডার্স পার্ক এন্ড রিসোর্ট এ এলাকায় বেড়াতে আসা নাগরিকদের জন্য এক মাইলফলক উন্মোচন হলো প্রাকৃতিক সুন্দর উপভোগ করতে তিনি আরো বলেন দেশের নিরাপত্তার পাশাপাশি সকল স্থানে পর্যটকদের ভ্রমণ নিশ্চিত করতে পুলিশের পক্ষে যা যা করণীয় তা করা হবে। এসময় জেলা উপজেলায় কর্মরত ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।