
বাংলাদেশ অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা শাখার সদস্যদের আধুনিক ভার্সনের ইলেকট্রিক চার্জার চালিত অটোবাইক ও টমটম গাড়ি চলাচলে সিএমপির ট্রাফিক বিভাগ ও থানা পুলিশ প্রশাসনের বাধা, হয়রানী ও মামলা প্রদান, মহামান্য হাইকোর্টের রিট মামলা নং ৬৭২০/২০২২ এর বিগত ১৯ জুনের নির্দেশনা অনুযায়ী বন্ধ করার জোর দাবী জানিয়ে ০৪ জুলাইরোজ সোমবার সকাল ১১টায় প্রেস ক্লাব এস রহমান হলে সংবাদ সম্মেলন করেন। সংগঠনের আহ্বায়ক আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লিখিত বক্তব্য পাঠ করেন- সংগঠনের সদস্য সচিব ওসমান গণি। লিখিত বক্তব্যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের লিভ টু সিভিল পিটিশন আপিল মামলা নং- ৩৯/২০২২ এর আপিল বিভাগ কর্তৃক ০৪/০৪/২০২২ তারিখে প্রদত্ত আদেশের আলোকে বাংলাদেশ অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ফেডারেশন রেজি. নং- বি/১৯৯৮ এর রিট পিটিশন মামলা নং ৬৭২০ তারিখ ১৯/০৬/২০২২ইং আবেদনকারীর (সংযুক্ত ডি) কর্তৃক নথিভুক্তকৃত ২২/০৫/২০২২ তারিখের আবেদন মোতাবেক অত্র সংগঠনের সদস্যদের চট্টগ্রাম মহানগরী এলাকায় চলাচলরত ইলেকট্রিক চার্জার রিকশা ও পরিবেশ ও যাত্রীবান্ধক ইজি বাইক টমটম এর ওপর ট্রাফিক ও থানা পুলিশ যেন কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি বা হস্তক্ষেপ না করার মহামান্য হাইকোর্ট নিদের্শনা প্রদান করেন। তৎ অনুযায়ী উক্ত সংগঠনের সদস্য উপরোক্ত গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য অনুরোধ জানান। তাছাড়া মহামান্য হাইকোর্টের আদেশের আওতা বর্হিভুত গাড়ি সমূহ চলাচল বন্ধেরও অনুরোধ জানান। উক্ত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব, সংগঠনের উপদেষ্টা মো. সালামত আলী, উপদেষ্টা মো. সিদ্দিক মিয়া, সাইফুল ইসলাম, আকতার হোসেন, এয়ার মোহাম্মদ খোকন, মো. সোলায়মান, মোস্তাফিজুর রহমান, মাঈনুল ইসলামসহ বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ।