আজ : শুক্রবার ║ ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘নির্বাচনী উৎসবের ট্রেনকে গন্তব্যে পৌঁছাতে সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে’

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম ৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন, নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এর মাধ্যমে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে। নির্বাচনী উৎসবের এই ট্রেনকে গন্তব্যে পৌঁছাতে সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং ভোটারদের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। বিএনপি নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে নির্বাচনের পরিবেশ বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। ইতোমধ্যে যারা বিভিন্ন এলাকায় আমার পক্ষে পোষ্টার, ব্যানার ও ফেস্টুন লাগিয়েছেন সেগুলো কমিশনের নির্ধারিত সময়সীমার মধ্যে অপসারণের জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

তিনি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর কাজীর দেউরী মোড়ে ২১ নং জামাল খান ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এর আগে তিনি বাদে যোহর আন্দরকিল্লা ওয়ার্ডের হাজারি গলি বায়তুল মামুর জামে মসজিদে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ও সুবিধা বঞ্চিত তিন শত মানুষের মাঝে খাবার বিতরণ করেন। এছাড়া বাদে আসর কালামিয়া বাজার দোতলা মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং মহানগর বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মরহুম মোহাম্মদ ইসমাইলের ১১ তম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে শরীক হন এবং তার কবর জিয়ারত করেন।

কর্মী সভায় তিনি দলের নেতাকর্মীদের প্রতি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের সাথে নিয়ে আমরা চট্টগ্রাম ৯ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই। এখন থেকেই ওয়ার্ড, ইউনিট পর্যায়ে প্রতিটি ঘরোয়া বৈঠক ও উঠান বৈঠক শুরু করে দিতে হবে। দলকে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত করতে হবে।

তিনি বলেন, এলাকার উন্নয়নের জন্য একটি নির্বাচিত ও শক্তিশালী সরকার প্রয়োজন, যা কেবল বিএনপির দ্বারাই সম্ভব। তিনি স্থানীয় নেতাকর্মীদের জনগণের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির জন্য কাজ করার আহবান জানান।

জামাল খান ওয়ার্ড বিএনপির আহ্বায়ক তৌহিদুস সালাম নিশাদের সভাপতিত্বে ও সদস্য সচিব দিদারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু, শাহেদ বক্স, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনি, মহানগর বিএনপি নেতা হেলাল চৌধুরী, এম এ হামিদ, নকিব উদ্দিন ভুইয়া, আবু আহমেদ, ইউছুপ শিকদার, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি হাজী নুরুল হক, জামাল খান ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী শাহজাহান, যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ স্বপন, কামাল উদ্দিন, মনসুর আলম, দোলন দাশ, মো. আলমগীর, মো. সেলিম, আবু নাছের চৌধুরী পেয়ারু, আসাদুল ইসলাম সুমন, বিএনপি নেতা কলিম উদ্দিন, ওসমান গনি, প্রশান্ত কুমার পাণ্ডে, আজগর আলী, হেলাল উদ্দিন, আবুল কালাম, শাহ আলম, জানে আলম, আব্দুল্লাহ আল হাসান সোনামানিক, মর্জিনা বেগম প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ