আজ : শনিবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ ফুটবল লিগ: ঘটনাবহুল ম্যাচে মোহামেডানকে হারালো কিংস

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে উত্তাপ ছড়ালো বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। গ্যালারিতে সমর্থকদের উল্লাস, আর মাঠের খেলায় দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই। শেষদিকে উত্তাপটা আরও বাড়িয়ে দিলেন মোজাফফর মোজাফফরভ। সোহেল রানার মুখে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। শেষ পর্যন্ত উত্তাপ ছড়ানো ম্যাচে সাদাকালো জার্সিধারীদের বিপক্ষে মধুর প্রতিশোধ নিয়ে মাঠ ছাড়লো কিংস।

শুক্রবার (১২ ডিসেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে মারিও গোমেসের দল। এই জয়ে গত লিগে হোম অ্যান্ড অ্যাওয়েতে হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পেরেছে কিংস।

চলতি লিগে জয়ের ধারা অব্যাহত রাখার পাশাপাশি শীর্ষস্থান আরও মজবুত করলো বসুন্ধরা কিংস। ৬ ম্যাচে ৫ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট তাদের। ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মোহামেডান।

ম্যাচে প্রথম ভালো সুযোগটি তৈরি করে মোহামেডান। ১৩ মিনিটে মাহাবুব আলমের ক্রস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিতে ছুটেছিলেন স্যামুয়েল বোয়াটেং, কিন্তু বলের গতি বেশি থাকায় তা চলে যায় গোলকিপার আনিসুর রহমান জিকোর কাছে।

দুই মিনিট পরই এগিয়ে যায় কিংস। বাম দিকের কর্নারের কাছাকাছি থেকে দূরের পোস্টে লম্বা ক্রস বাড়ান ফয়সাল আহমেদ ফাহিম। বাতাসে ভেসে থাকা বলেই ডান পায়ের দারুণ নিচু শটে জালে খুঁজে নেন রাকিব হোসেন। একটু পরই ফাহিমের কর্নারে ইমানুয়েল টনির হেড উপরের জাল কাঁপায়।

৩১তম মিনিটে মোজাফ্ফরভের বাঁকানো গতিময় ফ্রি কিক ফিস্ট করে ফেরান জিকো। দুই মিনিট পর সমতার সেরা সুযোগ নষ্ট করে মোহামেডান। বাম দিক থেকে মাহাবুবের বাড়ানো বক্সে বাড়ানো ক্রসে ছুটে গিয়ে বুটের তলা দিয়ে টোকা দিতে পা চালিয়েছিলেন বোয়াটেং, কিন্তু বল স্পর্শ করতে পারেননি তিনি।

৬২তম মিনিটে ডোরিয়েলটনের পাস ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাম পায়ে ভলি মারেন সোহেল রানা। তবে বল বেরিয়ে যায় দূরের পোস্ট দিয়ে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহিমের বদলি নামা কিউবা মিচেল দারুণ সুযোগ পান ৭৪তম মিনিটে। সানডের ক্রসে বক্সের ভেতরে ডোরিয়েলটনের আলতো টোকায় তুলে দেন মিচেলের পায়ে, সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা এই তরুণ মিডফিল্ডারের শট অল্পের জন্য পোস্টের বাইরে যায়।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শুরুতেই ব্যবধান দ্বিগুণ হয়। সতীর্থের লংস পাস নিয়ন্ত্রণে নিয়ে মোহামেডান অধিনায়ক মেহেদী মিঠুকে পেছনে ফেলে, এগিয়ে আসা গোলকিপার সুজনকে কাটিয়ে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডোরিয়েলটন।

এরপরই লাল কার্ড দেখেন মোজাফ্ফরভ। বল দখলের লড়াইয়ের এক পর্যায়ে পেছন থেকে চার্জ করা সোহেলের মুখে আঘাত করে বসেন উজবেকিস্তানের এই মিডফিল্ডার। রেফারি সোহেলকে হলুদ এবং মোজাফ্ফরভকে লাল কার্ড দেখান। এই সিদ্ধান্তে মেজাজ হারান মোজাফ্ফরভ। ধেয়ে যেতে থাকেন রেফারির উদ্দেশে। সতীর্থরা কোনোমতে তাকে জাপটে ধরে মাঠের বাইরে পাঠান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ