
জিয়াবুল হোসেন তারেক:
দক্ষিণ চট্টগ্রামের ৫ম ধাপে আগামী ৫ জানুয়ারীর ইউপি নির্বাচনে চন্দনাইশ উপজেলার ৮ ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে চন্দনাইশের সাতবাড়ীয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী হিসেবে গত বুধবার বিকাল ৩টায় উপজেলা প্রাণী সম্পদ অফিস ও রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট মৎস্য ডেইরি ও পোল্ট্রি ফার্ম সেক্টর ব্যবসায়ী আকতার হোসেন। তিনি গত সাংসদ নির্বাচনে চন্দনাইশ-সাতকানিয়া অংশিক আসনের আওয়ামী লীগের সাতবাড়ীয়ার সেন্টার কমিটির সমন্বয়কারী, সাতবাড়ীয়া আশরাফ মুহুরীহাট ব্যবসায়ী কল্যাণ সমিতি খাজা আজমীর অটোরিক্সা মালিক সমবায় সমিতির সভাপতি, ব্যবসায়ী ও তরুন উদোক্তা, সমাজ সেবক, গরীব-দুঃখী,অসহায় মানুষের আস্থাভাজন আকতার হোসেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে আকতার হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় মুরুব্বিগণ, তিনি বলেন, প্রতিনিধি না হয়েও জনগণের সেবা করার মনমানসিকতা আমার আছে ও ভবিষ্যতেও অব্যাহত থাকবে, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে,দুঃখে পাশে ছিলাম এখনো আছি আমৃত্যু সমামসেবা মূলক কাজ করে যাব ইনশাআল্লাহ।
মনোনয়নপত্র সংগ্রহকালে তিনি সাতবাড়ীয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ বাসীর দোয়া প্রত্যাশা ব্যক্ত করেন।