আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চন্দনাইশ সাতবাড়ীয়ায় মেম্বার পদপ্রার্থী আকতার হোসেনের মনোনয়ন সংগ্রহ

জিয়াবুল হোসেন তারেক:
দক্ষিণ চট্টগ্রামের ৫ম ধাপে আগামী ৫ জানুয়ারীর ইউপি নির্বাচনে চন্দনাইশ উপজেলার ৮ ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে চন্দনাইশের সাতবাড়ীয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী হিসেবে গত বুধবার বিকাল ৩টায় উপজেলা প্রাণী সম্পদ অফিস ও রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট মৎস্য ডেইরি ও পোল্ট্রি ফার্ম সেক্টর ব্যবসায়ী আকতার হোসেন। তিনি গত সাংসদ নির্বাচনে চন্দনাইশ-সাতকানিয়া অংশিক আসনের আওয়ামী লীগের সাতবাড়ীয়ার সেন্টার কমিটির সমন্বয়কারী, সাতবাড়ীয়া আশরাফ মুহুরীহাট ব্যবসায়ী কল্যাণ সমিতি খাজা আজমীর অটোরিক্সা মালিক সমবায় সমিতির সভাপতি, ব্যবসায়ী ও তরুন উদোক্তা, সমাজ সেবক, গরীব-দুঃখী,অসহায় মানুষের আস্থাভাজন আকতার হোসেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে আকতার হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় মুরুব্বিগণ, তিনি বলেন, প্রতিনিধি না হয়েও জনগণের সেবা করার মনমানসিকতা আমার আছে ও ভবিষ্যতেও অব্যাহত থাকবে, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে,দুঃখে পাশে ছিলাম এখনো আছি আমৃত্যু সমামসেবা মূলক কাজ করে যাব ইনশাআল্লাহ।
মনোনয়নপত্র সংগ্রহকালে তিনি সাতবাড়ীয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ বাসীর দোয়া প্রত্যাশা ব্যক্ত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ