
বাংলাদেশ মাদ্রাসা জেনারেল শিক্ষক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার উদ্যােগে অায়োজিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ৯ অক্টোবর শনিবার বিকাল ৩ ঘটিকার সময় চট্টগ্রাম রাহাত্তারপুল প্রাইম অাইডিয়েল স্কুল এন্ড কলেজের হল মিলনায়তনে এক অালোচনা সভা জেলা শাখার অাহবায়ক অধ্যাপক মোহাম্মদ অালীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অধ্যাপক মোহাম্মদ অালী,প্রধান অালোচক কেন্দ্রীয় কমিটির সিঃ সাংগঠিক সম্পাদক অধ্যাপক ফিরোজ আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলার মধ্যে থেকে চারজন কে সম্মাননা স্মারক দেওয়ার জন্য নির্বাচিত করা হয়।
যথাক্রমে চট্টগ্রাম অাহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এস এম শাহ অালম, লোহাগাড়া অামিরাবাদ সুফিয়া অালিয়া ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোঃ সাইফুদ্দীন চৌধুরী, অানোয়ারা চুন্নাপাড়া মুনিরুল ইসলাম ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শেখ কামাল হোসেন, সাতকানিয়া রসুলাবাদ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ তাজুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ সংবর্ধিত ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। সংবাদ বিজ্ঞপ্তি।।