
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে উন্নত ও ডিজিটাল রাষ্ট্রে পরিণত করার সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা। তিনি গভীর ষড়যন্ত্র মোকাবেলা করে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ।
দেশচিন্তা আয়োজিত ডিজিটাল বাংলাদেশের রুপকার বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মফিজুর রহমান এসব কথা বলেন।
নগরীর মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমী মিলনায়তনে ২৭ সেপ্টেম্বর বিকেল ৫ টায় অনুষ্ঠিত সভায় গেরিলা মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন ন্যাপ কমিউনিষ্টের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিঠুল দাশ গুপ্ত, দক্ষিণজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম, চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম-সাধারণ সম্পাদক আবৃত্তি শিল্পী হাসান জাহাঙ্গীর, নাট্যজন সজল চৌধুরী।
জননন্দিত উপস্থাপিকা দিলরুবা খানমের সঞ্চালনায় ও দেশচিন্তা সম্পাদক ইমরান সোহেলের তত্বাবধানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইনফো বাংলার ফটো এডিটর বিশ্বজিৎ রঞ্জন দত্ত, বিনোদন লেখক নাছির হোসাইন জীবন, মোপলেস সম্পাদক কবি সজল চৌধুরী, দেশচিন্তা সিনিয়র সদস্য সায়েম উদ্দিন, শিক্ষাবিদ রফি দাশ সুমি, কবি অভিলাষ মাহমুদ, স্বপন বিশ্বাস, সলীল সুশীল, ছাত্রলীগ নেতা কণিক বড়ুয়া, আঁচল চক্রবর্তী, সঙ্গীত শিল্পী হানিফ চৌধুরী, শিউলি প্রমুখ।