রেশমা আক্তার একজন এতিম ও প্রতিবন্ধি শিক্ষার্থী। মা শাহনাজ আক্তার পরের ঘরে কাজ করে। রেশমা আক্তার একজন প্রতিবন্ধি হত দরিদ্র পরিবারের সন্তান। দুই বোন কোন ভাই নেই, দুই বোনই প্রতিবন্ধি। পরিবারের আয় করার মত কেউ নেই। তারপরও থেমে থাকেনি মেধাবী রেশমা আক্তারের শিক্ষা জীবন। পাঁচলাইশ নাসির উদ্দিন সিটি কর্পোরেশন মহিলা কলেজে এইচ.এস.সি (২য় বর্ষে) ব্যবসা শাখায় লেখাপড়া করে। এতিম মেধাবী প্রতিবন্ধি শিক্ষার্থী রেশমা আক্তারের লেখা পড়ার প্রতি আগ্রহ দেখে এগিয়ে আসেন ওয়াজেদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আলো ছাত্র কল্যাণ পরিষদের সম্পাদক ও মানবাধিকার কর্মী লায়ন মুহাম্মদ মাহবুবুর রহমান। পবিত্র আশুরা উপলক্ষ্যে গত ২০ সেপ্টেম্বর ২০১৮ইং রোজ বৃহস্পতিবার তার রৌফাবাদ বাসায় গিয়ে দুই বছরের লেখা পড়ার খরচ তার হাতে তুলে দেন। এসময় তিনি এধরণের মহৎ কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।