আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডারে দগ্ধ আরেকজনের মৃত্যু

সাতকানিয়া সংবাদদাতা
সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে আগুনে লাগার ঘটনায় দেলোয়ার হোসেন (৫০) নামের আরও একজনের মৃত্যু হয়েছে।
আজ ১৩ জুলাই মঙ্গলবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

Advertisement

তিনি বলেন, অগ্নিকাণ্ডে দগ্ধ দেলোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে এ অগ্নিকাণ্ডে দগ্ধ হেলাল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাত দশটার দিকে মারা যান। এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো দুজনে।

এদিকে গত বৃহস্পতিবার গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে আগুন লাগার পর পাঁচজনকে গুরুতর আহতদের উদ্ধার করা হয়। এরপর সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাদের। পরে তাদের অবস্থার অবনতি হলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার হেলাল উদ্দিন ও আজ মঙ্গলবার দেলোয়ার হোসেনের মৃত্যু হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন দেলোয়ার হোসেন (৫০), মো. হেলাল উদ্দিন (৩০), শাহ আলম (৫০) তার স্ত্রী খালেদা বেগম (৪২) ও তাদের ছেলে শাহনেওয়াজ (৪০)।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ