আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রাথমিক শিক্ষার ভিত্ তৈরী করেছিলেন বঙ্গবন্ধু, পূর্ণতা দিয়েছেন তাঁর সুযোগ্য কন্যা -মিসেস রিজিয়া রেজা চৌধুরী

সাতকানিয়া প্রতিনিধি:

বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, এমপি নদভী পত্নী মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেন- প্রাথমিক শিক্ষার ভিত্ তৈরি করেছিলেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর পূর্ণতা দিয়েছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতির মাঝে বঙ্গবন্ধু ১৯৭৩ খ্রিস্টাব্দে ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেন। এতে করে সরকারি কর্মচারীর মর্যাদা পায় প্রায় দেড় লাখ প্রাথমিক শিক্ষক। তারই পথ অনুসরণ করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ২০১৩ খ্রিস্টাব্দে আরো নতুন ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করেন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার গুরুত্ব বঙ্গবন্ধু কতটুকুন উপলব্ধি করতে পেরেছিলেন, তা আজকের প্রাথমিক শিক্ষকদের গভীরভাবে উপলব্ধি করতে হবে। তিনি আরো বলেন বঙ্গবন্ধু শিক্ষকদের অত্যন্ত শ্রদ্ধা করতেন।
তিনি ১৪ অক্টোবর সকাল ১১ টায় সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভবনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-১৮ উপলক্ষে সাতকানিয়া উপজেলার শ্রেষ্ঠদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
সাতকানিয়া উপজেলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ চিরন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরীফ, উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ সভাপতি দক্ষিণ ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফয়েজ আহমদ লিটন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শামসুল আলম, আব্দুল মালেক, উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলাল, শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, এস.এম জাকারিয়া, আব্দুর রহমান, এস.এম ইসহাক, মোহাম্মদ হাসান, আমেনা বেগম, আব্দুল মালেক, এনামুল হক চৌধুরী, শাহ আলম, নাজমিন আক্তার, উত্তম কুমার চক্রবর্তী প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ