
সাতকানিয়া সংবাদদাতা
মঙ্গলবার (১৫জুন) ভোর রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের তেমুহানী এলাকা থেকে ২৩ হাজার পিস ইয়াবা ও দুইশত গ্রাম ভাঙ্গা ইয়াবার গুঁড়া এবং ব্যবহৃত ১টি প্রাইভেটকারসহ একজনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ সাজ্জাদ প্র: সোহেল (৩১)। সে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বামারবাগ এলাকার বাদশা মিয়ার ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার চট্টগ্রামের আদালতে প্রেরণ করা হয়েছে।
পড়েছেনঃ ৩৮৬