সাতকানিয়া সংবাদদাতা
বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার চরতী ইউনিয়নের দুরদুরী এলাকার জসিম উদ্দিন (৩০)। পুরানগড় ইউনিয়নের সখি আলম (৫০), মৈশামুড়া এলাকার মো. নাছির উদ্দিন (৫২), পুরানগড় ফকিরখীল এলাকার সমিরণ দাশ (৩৩), কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা এলাকার মো. আকিব (২২), মৈশামুড়া এলাকার মো. জসিম উদ্দিন (৩৪) ও বাজালিয়া ইউনিয়নের শাহ আলম (৪০)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদেরকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।
পড়েছেনঃ ৪৩১