কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক মন্ডলী ও ছাত্র ছাত্রীদের সাথে বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মোহাম্মদ ছরওয়ার আলম এর এক মতবিনিময় সভা ১৩ অক্টোবর বিকাল ৪ টায় মাদরাসা মিলনয়াতনে মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ‘র সভাপতিত্ত্বে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মোহাম্মদ ছরওয়ার আলম, মাদরাসার সুপার মাওলানা মোজাম্মেল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মাষ্টার আব্দুল মান্নান। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মোহাম্মদ ছরওয়ার আলম বলেন- শিক্ষার প্রসারে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের মানবিকতা সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তোলার লক্ষে শিক্ষকদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ বলেন- বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মোহাম্মদ ছরওয়ার আলম মাদরাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক মন্ডলী ও ছাত্র ছাত্রীদের সাথে খুবই আন্তরিকতার সাথে মতবিনিময় করেন এবং গঠন মূলক যে পরামর্শ তিনি প্রদান করেছেন তা ম্যানেজিং কমিটি, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের ব্যাপক উপকারে আসবে।