
বান্দরবান প্রতিনিধি
ইটভাটায় জ্বালানি হিসেবে কয়লা পুড়ানোর নিয়ম থাকলেও আইনের তোয়াক্কা না করে জ্বালানি হিসেবে পুড়ানো হচ্ছে বনের কাঠ। জঙ্গলের ভিতর মজুদ করা হয়েছে ১৩ হাজার ২০০ ঘনফুট জ্বালানি কাঠ, যার বিক্রয়মূল্য লাখ টাকারও বেশি। নয় বছর ধরে এভাবে এখানে ইট পোড়াতে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহৃত হয়ে আসছে। এসব অপরাধের দায়ে বান্দরবানে ইসলাম কোম্পানির ‘এবিসি ব্রিকস’কে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ মে) দুপুর দেড়টায় বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান ও বান্দরবান পরিবেশ অধিদপ্তার অফিস পরিদর্শক, জুনিয়র কেমিস্ট মো. আব্দুস ছালামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান বলেন, ‘ইট প্রস্তুত নিয়ন্ত্রণ আইন ২০১৩-এ বলা আছে, ইটভাটাগুলো তাদের জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করতে পারবে কিন্তু কোন জ্বালানি কাঠ ব্যবহার করতে পারবে না। আমরা এখানে ‘এবিসি ব্রিকস’এ দেখি যে তারা বনজঙ্গল ভিতরে বিপুল পরিমাণ বনজ কাঠ সংগ্রহ করে রেখেছে। প্রায় ১৩ হাজার ২০০ঘনফুট জ্বালানি কাঠ এখানে মজুদ করা আছে, যার মূল্য বিক্রয়মূল্য প্রায় লাখ টাকারও অধিক। এজন্য ইট প্রস্তুত নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৬ ধারার অনুযায়ী আড়াই লাখ জরিমানা করা হয়েছে।’
বান্দরবান পরিবেশ অধিদপ্তরে অফিস পরিদর্শক জুনিয়র কেমিস্ট মো. আব্দুস ছালাম বলেন, ‘আমরা প্রতি বছর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছি। এরই ধারাবাহিকতায় ইসলাম কোম্পানির এবিসি ব্রিকস জ্বালানি হিসেবে কয়লা পরিবর্তে কাঠ ব্যবহার ও কাঠ মজুদের বিষয়টি নজরে আসলে অভিযান চালিয়ে ইট প্রস্তুত নিয়ন্ত্রণ আইনে জরিমানা করা হয়।’ এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ খিয়াং স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি উঅংসিং বলেন, ‘বান্দরবান সদরে গুংগুরু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ ঘেঁষে গড়ে তোলা হয়েছে ইটভাটা। এতে স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে শিক্ষার্থী, প্রতিবেশীরা। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ হলেও পরিবেশ অধিদপ্তর বা প্রশাসনের আড়ালে চালিয়ে আসছিলেন এই ইটভাটা। শুধু তাই নয়, জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে বনের কাঠ। এসব অভিযোগ থাকা সত্ত্বেও দীর্ঘ নয় বছর ধরে বেপরোয়া হয়ে ‘এবিসি’ নামে এই ইটভাটা দাপটের সাথে প্রকাশ্যে চালিয়ে আসছিল। তিনি আরো বলেন, প্রশাসন সঠিক সময়ে সঠিক কাজটি করে প্রমাণ করে দিয়েছেন আইন সবার জন্য সমান।