আজ : শনিবার ║ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ║২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

ক্রীড়াবিদ বাদশা মিয়া’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

 

লোহাগাড়া সংবাদদাতা:  চট্টগ্রাম লোহাগাড়ার ক্রীড়াঙ্গনের জনপ্রিয় ব্যক্তি ‘ফুটবল বাদশা’ নামে খ্যাত মরহুম বাদশা মিয়া’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি আমৃত্যু লোহাগাড়ার ফুটবল উন্নয়নের জন্য কাজ করে গেছেন। যেখানে, ফুটবল খেলার আয়োজন হতো সেখানে ছুটে যেতেন। যেভাবে পারতেন সেভাবে ফুটবলের উন্নয়নে সহযোগিতা করতেন। ফুটবলের প্রতি তাঁর অকৃত্রিম ভালবাসায় মুগ্ধ হয়ে তাকে ফুটবল বাদশা নাম দেন।

ফুটবল বাদশা’র খেতাব পাওয়া মরহুম বাদশা মিয়ার জন্ম লোহাগাড়ার আধুনগরের উত্তর হরিণা ঘাটিয়ার পাড়া গ্রামে। ১৯৪৩ সালের পহেলা জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে একজন সহজ সরল মানুষ হওয়ার পাশাপাশি তিনি লোহাগাড়া উপজেলা খেলোড়ার সমিতির উপদেষ্টা পদে দায়িত্ব পালন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে সততার সাথে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া আধুনগর উচ্চ বিদ্যালয়, রশিদেরঘোনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ হতে আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও সবার কাছে দোয়া কামানা করা হয়েছে।

উল্লেখ্য, ক্রীড়াবিদ মরহুম বাদশা মিয়া ২০১৪ সালের ২৩ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর বাজার সংলগ্ন এলাকায় মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করলে তাঁর ৭১ বছর জীবনের পরিসমাপ্ত ঘটে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ