আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দেশে ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু

দেশচিন্তা ডেস্ক :

করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২৪ জন। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৪৫ জনের। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৩ জনে। আর আক্রান্ত হয়েছে ৩ লাখ ৯৩ হাজার ১৩১ জন। এর মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৭০৪ জন। আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৩ লাখ ৮ হাজার ৮৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর খবর জানানো হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ