
বিনোদন প্রতিবেদক:
চট্টগ্রাম থেকে প্রথমবারের মত নির্মিত চাটগাঁ ফিল্ম প্রোডাকশন লিঃ প্রযোজিত পরিবেশিত, শফিক আহমেদ (বড় মিয়া) নিবেদিত, খায়রুন সুন্দরী খ্যাত সফল পরিচালক এ.কে সোহেল পরিচালিত, পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি “পবিত্র ভালোবাসা” কাল ১২ অক্টোবর ২০১৮ শুক্রবার দুপুর ৩ টায় চট্টগ্রামের আলমাস সিনেমা হলে শুভ মুক্তি হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংসদ সদস্য এম.এ লতিফ, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, চাটগাঁ ফিল্ম প্রোডাকশন লিঃ এর চেয়ারম্যান শফিক আহমেদ (বড় মিয়া), ব্যবস্থাপনা পরিচালক লায়ন এম. শফিউল আলম, নির্বাহী পরিচালক ও ছবির প্রধান উদ্যোক্তা চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন। ছবিতে অভিনয় করেছেন- চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা মাহিয়া মাহি, চিত্রনায়ক রোকন উদ্দিন, পংকজ বৈদ্য সুজন, রেবেকা, আফজাল শরীফ, ইলিয়াছ কোবরা, আলী নেওয়াজ, শিউলি, সুমী সহ আরো অনেকে। সুর ও সংগীত পরিচালনা ইমন সাহা। নৃত্য পরিচালনা মাসুম বাবুল। পবিত্র ভালোবাসা ছবির মিডিয়া পার্টনার এটিএন বাংলা। পবিত্র ভালোবাসা ছবির ৯০ ভাগ সুটিং চট্টগ্রামে চিত্রায়িত হয়েছে। ঢাকার বাহিরে এই প্রথম কোন জেলা শহর থেকে ছবি নির্মাণ হয়েছে।