দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন হুয়াওয়ে কানেক্ট ২০১৮ অ্যাক্টিভেট ইন্টেলিজেন্স শীর্ষক সম্মেলনে অংশগ্রহনের জন্য চীনের উদ্দেশ্যে আজ ১১ অক্টোবর বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকা গমন করেছেন। তিনি আজ একনেকের সভায় উপস্থিত থাকবেন এবং রাত ১২-৫০ ঘটিকায় মেয়র ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিমানে করে চীনে ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করবেন। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত চীনে অবস্থান করবেন এবং ১৫ অক্টোবর স্বদেশ প্রত্যাবর্তন করবেন সিটি মেয়র আ.জ.ম.নাছির উদ্দীন। চীন ভ্রমণ শেষে তিনি পুনঃরায় দায়িত্ব গ্রহন না করা পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন।
এ দিকে সিটি মেয়র চীনের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন সম্মাণিত কাউন্সিলর ও প্যানেল মেয়র ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু ।