আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় চার লাখ ঘনফুট বালু জব্দ, ৯ লাখ টাকায় নিলামে বিক্রি

সাতকানিয়া সংবাদদাতা: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়ার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে খাল থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তোলে ব্যবসা করে আসছে একটি চক্র। এবার এসব অবৈধ বালু ব্যবসা বন্ধে সাতকানিয়া লোহাগাড়ার দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট
যৌথভাবে ছদাহা সারাশিয়া এলাকায় অভিযান চালিয়েছে। এতে ছাফুরা খালের ৯টি স্পট থেকে অবৈধভাবে উত্তোলন করে স্তুপ করে রাখা চার লাখ ১৫ হাজার ঘটফুট বালু জব্দ করেন ভ্রাম্যমান আদালত। পরে তা ৯ লাখ ২০ হাজার টাকায় ওই বালু নিলামে বিক্রি করা হয়।

(১৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম ও লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী যৌথভাবে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল বশিরুল ইসলাম বলেন, ছদাহার সারাশিয়ায় ছাফুরা খাল থেকে অবৈধভাবে বালু তোলে ব্যবসা করার তথ্য পায়। বৃহস্পতিবার সারাদিন ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ১১টি স্থানে বালুর স্তুপ পাওয়া যায়। ভ্রাম্যমান আদালতের অভিযান দেখে বালু উত্তোলণে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান। তাই বালুগুলো জব্দ করার পরপর উপস্থিত স্থানীয় বাসিন্দাদের মাঝে তা প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে। নিলামে ৯ জন অংশগ্রহণ করেন। সর্বোচ্চ দর দিয়ে নিলাম নেন লোহাগাড়া দক্ষিণ পদুয়ার বাসীন্দা মোঃ মিজানুর রহমান মানিক। অবৈধ বালু তোলা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ