নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন বি ব্লক মসজিদ মার্কেট এলাকায় আগুন পুড়ে ছাই হয়ে গেল দুইটি মুদি দোকান। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম থেকে জানায় হয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে হালিশহর থানাধীন বি ব্লক মসজিদ মার্কেট এলাকায় পুড়ে যায় দুইটি মুদি দোকান। এতে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ভোর ৪টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে একটি টিম গিয়ে ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।