আজ : রবিবার ║ ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ║১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চাইল্ডহেল্প লাইন ১০৯৮ বিষয়ক সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন- শিশুদের গৃহস্থালি কাজে নিয়োজিত করা অত্যন্ত দুঃখজনক, অমানবিক ও শিশু অধিকার সনদের পরিপন্থি

দেশচিন্তা নিউজ ডেস্ক:

জেলা সমাজ সেবা অধিদপ্তর চট্টগ্রাম এর উদ্যোগে চাইল্ড হেল্প লাইন ১০৯৮ এর অবহিত করন সভা আজ ৮ অক্টোবর সোমবার সকালে নগরভবনস্থ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.মাহবুবুল হক ও চাইল্ড হেল্প লাইন ১০৯৮ এর প্রজেক্ট ম্যানেজার চৌধুরী মোহাইমিন, সাংবাদিক ইফতেখারুল ইসলাম বক্তব্য রাখেন। সভায় মাওলানা হাফজে আমান উল্লাহসহ কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, সাংবাদিক, ইমাম,পুলিশ, আনসার ভিডিপি, শিক্ষক, এনজিও, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং ইউনিসেফ প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সরকার বিভিন্ন রকমের সামাজিক নিরাপত্তা, দারিদ্র বিমোচন,শিশু বিষয়ক, প্রতিবন্ধী,সামাজিক অবক্ষয় প্রতিরোধ, পেশাগত দক্ষতা,উন্নয়ন মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন বাংলাদেশে এখনও শিশুরা বিভিন্নভাবে সহিংসতার স্বীকার হচ্ছে এবং শিশু অধিকার আইন লংঘিত হচ্ছে। এ বিষয়ে সরকারের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে। এমনকি অনেক ক্ষেত্রে অভিভাবকরা তাদের সন্তানদের ভিক্ষাবৃত্তি সহ বিভিন্ন রকমের ঝুকিপূর্ণকাজে শিশুদের নিয়োজিত করছে। এ প্রসঙ্গে মেয়র বলেন অভিভাবকরা তাদের সন্তানদের গৃহস্থালিকাজে নিয়োজিত করছে। যা অত্যন্ত দুঃখজনক, অমানবিক ও শিশু অধিকার সনদের পরিপন্থি। এ বিষয়ে অভিভাবক সমাজকে সচেতন হওয়ার আহবান জানান মেয়র। মেয়র বলেন শিশুদের জন্য একটি শিশুবান্ধব রাষ্ট্র গঠনে সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে। এ লক্ষ্য যথাযথ বাস্তবায়নে মেয়র কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, সমাজ পতি ও ইমামসহ সর্বস্তরের নাগরিকবৃন্দকে এগিয়ে আসার আহবান জানানা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ