
প্রতীকী ছবি
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১২৩টি নমুনা পরীক্ষা করে ৩ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৪টি নমুনা পরীক্ষা ১৯ জন এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৮টি নমুনা পরীক্ষা ১০ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।
এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১টি নমুনা পরীক্ষা করা হলেও ওই নমুনায় করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৮৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৭৩২টি।
নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৩৮ জন এবং উপজেলায় ২০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৩ জন। এইদিন চট্টগ্রামে করোনায় কোনো মৃত্যু হয়নি।
Post Views: ২৫৮