প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ২:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২০, ৪:১৪ পূর্বাহ্ণ
চট্টগ্রামে নতুন করে আরও ৮৮ জন করোনায় আক্রান্ত
![]()
প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৭৩২টি নমুনা পরীক্ষা করে নতুন ৮৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৬১২জন।সোমবার (২৪ আগস্ট) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব এবং চট্টগ্রামের ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ২০ জন।বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৯ জন।চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২০৫টি নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১২৩টি নমুনা পরীক্ষা করে ৩ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৪টি নমুনা পরীক্ষা ১৯ জন এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৮টি নমুনা পরীক্ষা ১০ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।
এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১টি নমুনা পরীক্ষা করা হলেও ওই নমুনায় করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৮৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৭৩২টি।
নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৩৮ জন এবং উপজেলায় ২০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৩ জন। এইদিন চট্টগ্রামে করোনায় কোনো মৃত্যু হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.