আজ : বুধবার ║ ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ║ ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

করোনা প্রতিরোধে সুন্দরবনে পর্যটক প্রবেশ নিষেধ

করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে পুরো সুন্দরবনে পর্যটকদের যাতায়াত ও নৌযান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে বনবিভাগ। ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত পূর্ব ও পশ্চিম সুন্দরবন জুড়ে এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন।

এই কর্মকর্তা বলেন, ‘এমনিতে সম্প্রতি করোনা ভাইরাস আতঙ্কে মোংলা সমুদ্রবন্দর ও সুন্দরবনে পর্যটকদের আগমন মারাত্মকভাকে কমছে। এতে স্থানীয় পর্যটন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা আর্থিক ক্ষতিতে পড়ছেন। তবে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সুন্দরবনে পর্যটক প্রবেশে এ নিষেধাজ্ঞা জারি হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের পর্যটকদের স্বাগত জানানো হবে। কিছুটা বিপাকে পড়লেও পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের সবাইকে বিষয়টি মেনে চলার আহ্বান জানানো হলো।’

তবে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বনের অভ্যন্তরের বিভিন্ন পর্যটন কেন্দ্রে থাকা দর্শনার্থীরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ