
বগুড়ার শেরপুরে ইট বোঝাই ট্রলির চাপায় মহরম আলী (৭০) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন। ১৩ মার্চ শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার কলেজ রোডের হাজিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বৃদ্ধ মহরম আলী শেরপুর উপজেলার কুমুম্বি ইউনিয়নের হাপুনিয়া গ্রামের মৃত শহিদুল্লাহর ছেলে। তিনি হাজিপুর কলেজ রোড এলাকায় রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এসময় ইট বোঝাই একটি ট্রলি তাকে চাপা দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পড়েছেনঃ ৩৮৯