আজ : শুক্রবার ║ ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ║ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসা ইউনিট-২ এর উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তারা- বর্তমান বিশ্বে সবচেয়ে কঠিন সময় পার করছে মুসলিম বিশ্ব

দেশচিন্তা নিউজ ডেস্ক:

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট চান্দগাঁও মোড়ে ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসা ইউনিট-২ এর মিলনায়তনে উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মুহাম্মদ আমান উল্লাহ দৌলতের সভাপতিত্বে ৫ অক্টোবর বাদ জোহর নৈতিক শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক ও লেখক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, প্রধান বক্তা ছিলেন হাফেজ মাওলানা তৈয়ব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা মুহিবুল্লাহ এম মহিউদ্দিন চৌধুরী, এম. আর তাওহীদ, হাফেজ মাওলানা আনিসুর রহমান, হাফেজ তারেকুল ইসলাম, হাফেজ আব্দুল আহাদ, মুহাম্মদ তোফায়েল, মীর মুহাম্মদ এজাজ, মুহাম্মদ পারভেজ, বেগম আনোয়ার পারভেজ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেছেন, বর্তমান বিশ্বে সবচেয়ে কঠিন সময় পার করছে মুসলিম বিশ্ব। সময়ের এই ক্লান্তিকালে যারা ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে থাকবে তারাই নৈতিক গুনের অধিকারী। আজকের বাংলাদেশ বর্তমান সমাজে নৈতিক শিক্ষার অপরিহার্য্য হয়ে পড়েছে। আধুনিক শিক্ষা আমাদের ভালো মানুষ করার চেয়ে খারাপ মানুষে পরিণত করছে বেশি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ