
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক ব্যবসায়ীকে হত্যার পর লাশ একটি গম ক্ষেতে পুতে রেখে পালিয়েছে দুর্বৃত্তরা। ২৩ ফেব্রুয়ারি রবিবার সকালে উপজেলার গোগর ঝাড়বাড়ি এলাকা থেকে তৈয়ব আলী নামে ওই ব্যবসায়ীর মরদেহ মাটি খুঁড়ে উদ্ধার করে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তৈয়ব আলী একজন গরু ব্যবসায়ী। তিনি শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পরে আর বাসায় ফেরেননি। গভীর রাত পর্যন্ত বাসায় না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। পরে সকালে প্রতিবেশীরা গম ক্ষেতে তার রক্তে মাখানো জামা দেখতে পেয়ে স্থানীয় পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মাটি খুঁড়ে তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বিষয়টি তদন্তের মাধ্যমে দোষীকে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে সন্দেহভাজনদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে।
Post Views: ২৭৪