বিয়ের নাটক সাজিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বাবু মোল্লা নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ২৩ ফেব্রুয়ারি রবিবার বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত বাবু মোল্লা বরিশালের মুলাদী উপজেলার চরকালেখা এলাকার হাবিব মোল্লার ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, একই এলাকার ওই কিশোরীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো বাবু মোল্লা। ঘটনার দিন ২০১২ সালের ২৩ মার্চ বাসায় কেউ না থাকার সুযোগে বাবু মোল্লা তার বাসায় যায়। সেখানে কিশোরীকে ধর্ষণ করে। পরে কিশোরী বিভিন্ন সময় বাবু মোল্লাকে বিয়ের জন্য চাপ দেয়। একই বছর ৬ আগস্ট বাবু মোল্লা কিশোরীকে বিয়ে করতে অস্বীকার করে। পরে ৪ সেপ্টেম্বর মুলাদী থানায় কিশোরী মামলা দায়ের করে। ৩১ অক্টোবর মামলার তদন্তকারী মুলাদী থানার এসআই সনজিৎ চন্দ্র শীল বাবুকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। ট্রাইব্যুনালের বিচারক ৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন।