কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে সাদিয়া (৮) ও সানিকা (৮) নামের দুই জমজ বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের সরদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
দলদলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি জানান,
সাদিয়া ও সানিকা উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের দাড়ার পাড় গ্রামের শাহাদৎ হোসেনের মেয়ে। তারা উত্তর দলদলিয়া সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়তো। তারা বড় সরদারপাড়া গ্রামে নানা আজাহার আলী বাড়িতে থাকতো। বৃহস্পতিবার সকালে নতুন খনন করা একটি পুকুরে দুই বোন একসঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে দুপুরে পুকুর থেকে দুই বোনের মৃতদেহ উদ্ধার করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস সদস্যদের পাঠানো হয়েছে।
পড়েছেনঃ ৩২৬