আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

নেপালের কাছে ৩৫ রানে গুঁড়িয়ে যুক্তরাষ্ট্র

 

প্রায় ১৬ বছরের রেকর্ডটা ভেঙে যেতো আরেকটু হলে! ২০০৪ সালের ২৫ এপ্রিল হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে। ওয়ানডে ক্রিকেটে এটাই সর্বনিম্ন স্কোর। আজ নেপালের কাছে ৩৫ রানে গুঁড়িয়ে লজ্জার রেকর্ডটির পাশে বসেছে যুক্তরাষ্ট্র।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর ম্যাচে মার্কিনিদের এমন দুর্দশার কারণ সন্দীপ লামিচানে ও সুশান ভারি। আইপিএলে দিল্লি ক্যাপিটালসে খেলা লেগস্পিনার লামিচানে ক্যারিয়ার সেরা বোলিংয়ের পথে ১৬ রানে নিয়েছেন ৬ উইকেট। মাত্র ৫ রান খরচায় বাকি ৪ উইকেট বাঁহাতি স্পিনার ভারির। ওপেনার জাভিয়ের মার্শাল (১৬) ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

ব্যাট করতে নেমে নেপালও অস্বস্তিতে পড়েছিল। তবে ২ রানে ২ উইকেট হারানোর ধাক্কা সামলে স্বাগতিকেরা জিতেছে ৮ উইকেটে।

দলীয় সর্বনিম্ন রানের রেকর্ড একটুর জন্য অক্ষত থাকলেও কীর্তিপুরে অন্য একটি রেকর্ড হয়েছে। ১২ ওভারে অলআউট হয়ে ওয়ানডে ইতিহাসে সবচেয়ে কম বলের ইনিংসের রেকর্ড গড়েছে মার্কিনিরা। নেপালের ৫.২ ওভার ধরলে এটাই সবচেয়ে স্বল্প দৈর্ঘ্যের ম্যাচ।

ওয়ানডেতে পরের পাঁচটি সর্বনিম্ন ইনিংস কানাডা (৩৬), জিম্বাবুয়ে (৩৮), শ্রীলঙ্কা (৪৩), পাকিস্তান (৪৩) ও জিম্বাবুয়ের (৪৪)।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ