আজ : শুক্রবার ║ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ║২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ║ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাংলাদেশির লাশ হস্তান্তরে বিএসএফের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি সোলেমান মোল্লার ময়নাতদন্ত ৯ ফেব্রুয়ারি রবিবার দেশটির এক হাসপাতালে সম্পন্ন হবে। তবে লাশ হস্তান্তর নিয়ে বিএসএফের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ উঠেছে। এ বিষয়ে তাদের পক্ষ থেকে নির্দিষ্ট করে কিছু বলা হচ্ছে না।

৮ ফেব্রুয়ারি শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক জিয়াউর রহমান এসব তথ্য জানিয়েছেন।

নিহত সোলেমান মোল্লার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরইকুড়ি গ্রামে।

গত ৪ ফেব্রুয়ারি ভারতে বিএসএফের সঙ্গে গরু চোরাকারবারিদের গুলি বিনিময় হয়। এসময় সোলেমানের পায়ে গুলি লাগে। ৭ ফেব্রুয়ারি ভারতের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৯ ফেব্রুয়ারি রবিবার বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে বাংলাদেশি পুলিশের কাছে সোলেমানের লাশ হস্তান্তরের কথা ছিল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ