আজ : শনিবার ║ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চসিক নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে নগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, ‘মেয়র পদে দল যাকেই মনোনয়ন দিক, ভেদাভেদ ভুলে তার পক্ষে কাজ করতে হবে। নিজ নিজ এলাকায় জনগণের আস্থা অর্জন করতে হবে।’

৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন আ জ ম নাছির উদ্দিন। নগরীর জামালখান এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলও সভায় বক্তব্য রাখেন।
নাছির উদ্দিন বলেন, ‘আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে। তবে পরস্পরকে হেয় করার প্রতিযোগিতা বন্ধ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কারও মানহানিকর কিছু পোস্ট করে ভাইরাল করার অপচেষ্টা বন্ধ করতে হবে। এসব বন্ধ করতে না পারলে ক্ষতি হবে শেখ হাসিনা সরকারের। সংহতি রক্ষায় সবাইকে আপন করে নিতে হবে। তৃণমূলের পরীক্ষিত নেতাদের সামনের কাতারে নিয়ে আসতে হবে।’
গত মাসে অনুষ্ঠিত চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়টি তুলে ধরে মেয়র বলেন, ‘৩০০ আসনের মধ্যে যেখানে আওয়ামী লীগের অবস্থা সবচেয়ে খারাপ, সেখানেও আমাদের দলের ৩০ শতাংশ ভোটার আছে। সেই ভোটাররা কোথায় গেলো।’
চট্টগ্রাম সিটিতে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলও। তিনি বলেন, ‘অল্প সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন বোর্ডের সঙ্গে বসে একটা দিক-নির্দেশনা দেবেন। সেই নির্দেশনা মেনেই সবাইকে কাজ করতে হবে। সভাপতি-সাধারণ সম্পাদকের পরিকল্পনা দেওয়ার আগে আমরা এ বিষয় নিয়ে কথা বলতে চাই না।’
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক। এতে আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি চট্টগ্রাম-৮ আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সুনীল কুমার সরকার, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, এম. জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. রেজাউল করিম চৌধুরী, এমএ রশীদ প্রমুখ

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ