আজ : শুক্রবার ║ ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

রাজধানীতে লোহা গলানোর সময় আগুনে দগ্ধ ৭

রাজধানীর কদমতলী এলাকার কামাল স্টিল মিলস লিমিটেড নামের একটি কারখানায় লোহা গলানোর সময় আগুনের ফুলকিতে সাতজন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

৯ ফেব্রুয়ারি রোববার ভোরে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হচ্ছেন শ্রমিক রাসেল (৩২), রেদওয়ান (২৫), সিফাত (২৮), সোহাগ (২৬) বাবর (৩৫), দুলাল (৩০) ও (২৭) সুজন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দগ্ধদের মধ্যে বাবরের শরীরের ৬ শতাংশ, দুলালের ১০ শতাংশ, সুজনের ১৯ শতাংশ অংশ পুড়ে গেছে। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি চারজন সামান্য দগ্ধ হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে কারখানার সুপারভাইজার সনজিৎ মণ্ডল জানান, দগ্ধরা রাত্রীকালীন ডিউটিতে লোহা গলানোর কাজ করছিলেন। হঠাৎ আগুনের ফুলকি গিয়ে তাদের শরীরে লাগে। পরে তাদের উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ