ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাবর্ষে প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া ৬৩ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে গত ২৮ জানুয়ারি ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতিসহ অবৈধ পন্হায় ভর্তি হওয়ার অভিযোগে ওই ৬৩ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তাদের তালিকা প্রকাশ করেছে ঢাবি কর্তৃপক্ষ।
বহিষ্কৃতদের নামের তালিকা সংশ্লিষ্ট অনুষদ এবং হলে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) স্থায়ীভাবে বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীর নাম-পরিচয় প্রকাশে আল্টিমেটাম দেয় ডাকসু। আজ মঙ্গলবার ওই শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করা হলো।
পড়েছেনঃ ৩৮৮