নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘এটি ঢাকাবাসীর বিজয়। আমি এ বিজয় ঢাকাবাসীকে উৎসর্গ করলাম।’ রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গ্রিন রোডে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে রাজধানীর উন্নয়ন কাজ করার প্রতিশ্রুতি দিয়ে নতুন এই মেয়র বলেন, ‘আমার বিশ্বাস ছিল, ঢাকাবাসী তাদের প্রাণের ঢাকাকে উন্নত করে গড়ার লক্ষ্যে অভূতপূর্ণ সাড়া দেবে এবং সে সাড়া গতকাল পেয়েছি। আমরা প্রতিজ্ঞা ও দৃঢ় প্রত্যয় নিয়ে ঢাকাবাসীর কাছে এসেছি। ঢাকাবাসী তাতে সাড়া দিয়েছে। রায় দিয়েছে। এই ম্যান্ডেড নিয়ে দায়িত্বভার গ্রহণের সঙ্গে সঙ্গে আমাদের কাজ শুরু করবো। আমরা ঐক্যবদ্ধভাবে একটি নবযাত্রা শুরু করবো। ঢাকাবাসীর প্রত্যাশিত ও আকাঙ্ক্ষিত ঢাকা উপহার দেবো। আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।’
তিনি আরও বলেন, ‘আমাদের অনেক কাজ রয়েছে। তাৎক্ষণিকভাবে আমি সব নির্বাচিত কাউন্সিলর ও নেতাকর্মীদের অনুরোধ করছি, আমাদের প্রচারণায় যেসব ব্যানার পোস্টার ও ফেস্টুন এখনও রয়ে গেছে সেগুলো আগামীকালের মধ্যে যেন অপসারণ করা হয়। আমরা চাই, একটি পরিষ্কার ও পরিচ্ছন্ন নগর। আমাদের নেতাকর্মী সবাই নিরলস পরিশ্রম করেছেন। আমরা যে গুরু দায়িত্ব পেয়েছি, সেই দায়িত্ব পালনে আমরা সব সময় সচেষ্ট থাকবো। ঢাকাকে যাতে কেউই অচল করতে না পারে সেদিকে খেয়াল রাখবো।’
ঢাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘যারা ভোট দিতে এসেছেন তাদের প্রতি রইলো বিশেষ কৃতজ্ঞতা। আমরা দলমত নির্বিশেষ সবার জন্য কাজ করবো। বিএনপির প্রার্থী যিনি পরাজিত হয়েছেন তার প্রতি আমার সহানুভূতি ও সমবেদনা রইলো। আমি আশা করবো উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে তারাও আমাদের সহযোগিতা ও সহায়তা করবেন।’’