
উদ্বোধনের কয়েক ঘণ্টা পরই বইমেলায় ‘রাবেয়া বুকস স্টল’ নামে একটি স্টলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। তবে, ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় এক মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা নিউটন বাংলা ট্রিবিউনকে বলেন, বিদ্যুতের একটি তার থেকে আগুনের সূত্রপাত। রাবেয়া বুকস স্টলের আশেপাশে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ছিলেন বলে খুব কম সময়ের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়েছে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
রাবেয়া বুকসের বই বিক্রেতা রিফাত হাওলাদার বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে নিভিয়ে ফেলেন। কোনও ক্ষয়ক্ষতি হয়নি। শুধু ছাদের একটি প্লাস্টিক পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার ৩ ফেব্রুয়ারি থেকে অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি গেমসের আয়োজন করেছে ফায়ার সার্ভিস। বইমেলা প্রাঙ্গণে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। বইমেলা যতদিন চলবে ততোদিন ওই গেইমসের মাধ্যমে অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা করা হবে।











