চমেক হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ারা উপজেলা বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শেখ আব্দুল্লাহর অসুস্থ পুত্র মেধাবী ছাত্র সাকিবকে দেখতে যান জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্ত্তী। তিনি ৩১ জানুয়ারি সকাল ১১টায় অসুস্থ সাকিবের শয্যা পাশে কিছু সময় কাঠান ও তার চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, নগর জাপানেতা তৌফিক হোসেন, আনোয়ারা উপজেলা বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ সভাপতি শেখ আবদুল্লাহ প্রমুখ।
পড়েছেনঃ ৩৭৩